শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩১ অক্টোবর ২০২৪ ১৯ : ১৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কালীপুজো উপলক্ষে নৈহাটি ও বারাসতের দর্শনার্থীদের জন্য পূর্ব রেল বেশ কিছু ব্যবস্থা নিল। ঐতিহ্যবাহী বড়মার পুজো উপলক্ষে আগামী চার দিন নৈহাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে বিকেল পাঁচটার পর লোকাল ট্রেন দাঁড়াবে না। বারাসত স্টেশনেও দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা রাজ্যের মধ্যে নৈহাটি ও বারাসতের কালীপুজো বিশেষভাবে জনপ্রিয়। নৈহাটির সর্বজনীন বড় পুজোগুলোর মধ্যে রয়েছে বড়মার পুজো। প্রতিবছর কালীপুজোর রাত থেকে বড়মার পুজোমণ্ডপে দর্শনার্থীদের ঢল নামে।
দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা রেলপথে নৈহাটি স্টেশনে নামেন। সেখান থেকে তাঁরা প্রথমে বড়মার পুজোমণ্ডপে যান। তারপর অন্যান্য প্রতিমা দেখতে যান। আবার ট্রেনে চেপেই তাঁরা ফিরে যান। স্বাভাবিকভাবে নৈহাটি রেল স্টেশনে দর্শনার্থীদের বিপুল ভিড় পড়ে যায়। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পুজোর চার দিন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে বিকেল পাঁচটার পর নৈহাটি লোকাল দাঁড়াবে না। পরিবর্তে ওই ট্রেনগুলো দাঁড়াবে পাঁচ ও ছয় নম্বর প্লাটফর্মে। অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখেই পূর্ব রেল এই সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, বারাসতের কালীপুজো রাজ্যের মধ্যে সর্বাধিক জনপ্রিয় বলে দর্শনার্থীদের কাছে পরিচিত। প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা বারাসতে ভিড় করেন। যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে পূর্ব রেল বারাসত স্টেশন ঘিরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রেল কর্তৃপক্ষ শিয়ালদা বনগাঁ ও বসিরহাট শাখার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে সর্বাধিক সংখ্যক আরপিএফ কর্মী মোতায়েন করেছেন। রেলের নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য আরপিএফের সিনিয়র ডিএসসি মনোজ কুমার নিজে নজরদারি চালাবেন।
যাত্রীসুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ ও টিকিট পরীক্ষায় সহায়তা-সহ বিভিন্ন কার্যকলাপে অতিরিক্ত কর্মী নিযুক্ত করা হয়েছে। সমস্ত স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার ও স্বয়ংক্রিয় টিকিট বিক্রয়যন্ত্র বসানো হয়েছে। সেই সঙ্গে প্ল্যাটফর্ম ও প্রবেশদ্বারে ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড করা হয়েছে। স্টেশন চত্বরে চারিদিকে নজরদারির জন্য অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা চালু করা হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য থাকছে হেল্প ডেস্ক। জরুরি পরিস্থিতির জন্য চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের নিয়োগ করা হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'কালীপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে নৈহাটি ও বারাসতের পুজোয় সর্বাধিক ভিড় হয়। তাই, শিয়ালদা মেইন ও শিয়ালদা বনগাঁ শাখায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুজোর চার দিন ২৪ ঘণ্টা পূর্ব রেলের কর্মীরা যাত্রীদের সুরক্ষার ব্যাপারে সচেতন থাকবেন।'
নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও