আজকাল ওয়েবডেস্ক: সুইংয়ে শেষ অভিমন্যু ঈশ্বরণ। অতিরিক্ত বাউন্সকে বশ করতে না পেরে ফিরলেন নীতীশ রেড্ডি। ভারতীয় ব্যাটারদের টেকনিকে দুর্বলতা প্রকট হয়ে গেল অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে।
প্রথম দিনে ১০৭ রানে ধসে গেল ভারতের ইনিংস। ভারতীয় এ দলের মাত্র তিনজন ব্যাটার দু' অঙ্কের রান করেন। বাকিরা এলেন আর গেলেন। অস্ট্রেলিয়ার সিম বোলার ব্রেন্ডন ডোগেট ১৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। যে পিচে বাউন্স রয়েছে এবং সিম মুভমেন্ট হয়, সেখানে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা চোখে পড়ার মতো। দিনের শেষে অস্ট্রেলিয়া এ দলের রান ৪ উইকেটে ৯৯। মুকেশ কুমার ও প্রসিদ্ধ কৃষ্ণা ২টি করে উইকেট নিয়েছেন।
অভিমন্যু ঈশ্বরণ ও নীতীশ রেড্ডির দিকে নজর ছিল সবার। সিনিয়র দলে জায়গা পেয়েছেন দু' জনেই। অভিমন্যু করলেন ৭, খাতাই খোলেননি নীতীশ রেড্ডি। কয়েকদিন বাদে এঁদের মধ্যে কাউকে হয়তো অস্ট্রেলিয়ার সিনিয়র দলের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। অদিনায়ক রুতুরাজ গায়কোয়াড় শূন্য রানে ফেরেন। ভারতীয়দের ইনিংসে সর্বোচ্চ রান করেন দেবদূত পাড়িক্কল (৩৬)। ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে যিনি বিতর্কের জন্ম দিয়েছিলেন, সেই ঈশান কিষানও ব্যর্থ। মাত্র ৪ রান করেন তিনি।
