অরিন্দম মুখার্জি: বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ বিজয়া সম্মিলনী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে দশ দিনব্যাপী সারা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিজয় সম্মিলনী অনুষ্ঠান হয়ে চলেছে। সেই উপলক্ষে পুরুলিয়াতেও জমজমাট হয়ে উঠল বিজয়া সম্মিলনী। সমস্ত ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে সম্প্রীতি, ভালবাসা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার এই মিলনের উৎসবে মেতে উঠলেন সকলে।

 

পুরুলিয়া জেলার সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে পুরুলিয়া ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজয়া সম্মেলনীতে প্রচুর সাধারণ মানুষ একযোগে মিলিত হয়ে এই অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দেন। এই অনুষ্ঠান সমাজের বুকে এক মিলনের প্রতীক হিসেবে বহন করে। সমাজের সকলের মধ্যে এক নতুন বার্তা পৌঁছে দেয়। 

 

পুজোর মরশুমে এমনিতেই সবাই এক আনন্দের আবহের মধ্যে কয়েক দিন কাটান। ঠিক তারপরে আবার এই বিজয় সম্মেলন প্রত্যেকের মনে এক অফুরন্ত আনন্দের বার্তা বহন করে নিয়ে যাচ্ছিল। পুরুলিয়া জনগণদের মধ্যে আনন্দের মাত্রা অন্যভাবে দেখা গেল। এই বিজয় সম্মিলনীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেককে এই বার্তা দিয়েছেন, প্রতি বছর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান আর জমজমাট করে পালন করতে হবে। যাতে সমাজের সব ভেদাভেদ ভুলে এক বড় মিলন উৎসব মনে হবে এই বাংলায়।

ছবি: শুভজিৎ চ্যাটার্জি