আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ারকে নিয়ে কি উৎসাহ হারিয়ে ফেলছে কলকাতা নাইট রাইডার্স? রিটেনশনের তালিকা জমা দেওয়ার বাকি আর ২৪ ঘণ্টা। তার আগে শ্রেয়স আইয়ারকে নিয়ে দেখা দিচ্ছে নানা প্রশ্ন। তাঁকে ঘিরে ছড়াচ্ছে জল্পনা, বিভ্রান্তি। আদৌ কি গতবারের নাইট অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছে কেকেআর কর্তৃপক্ষ?  রিটেনশন তালিকা জমা দেওয়ার ২৪ ঘণ্টা আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমে দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২৭ তারিখ পর্যন্ত শ্রেয়স আইয়ারের সঙ্গে কথাবার্তা হয়নি কেকেআর কর্তৃপক্ষের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা দ্য টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, আইয়ারকে নিয়ে কেকেআরের উৎসাহ থাকলেও দুই তরফের মধ্যে মিটিং হয়নি। যদি কেকেআর আইয়ারকে নিয়ে উৎসাহ আর না দেখায়, তাহলে কি ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারেন তিনি? 

শোনা যাচ্ছে, আইপিএলের তিনটি দল শ্রেয়সকে নিতে আগ্রহী। একটি সূত্রের মতে, ''গতবার কেকেআর আইপিএল জিতেছে শ্রেয়সর নেতৃত্বে। এটা প্রমাণিত শ্রেয়স নেতৃত্ব দিতে জানে। দিল্লির ক্যাপ্টেনও ছিল। আইপিএলের অন্যতম আলোচিত চরিত্র শ্রেয়স আইয়ার। নিলামে অংশ নিলে কম করে তিনটি ফ্র্যাঞ্চাইজি শ্রেয়সকে দলে নিতে ইচ্ছুক।''

কিন্তু কলকাতা নাইট রাইডার্স কেন শ্রেয়সকে নিয়ে উৎসাহ দেখাচ্ছে না? তাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ তো বেশ কয়েকবছরের। ২০২১ সালে দিল্লি থেকে কলকাতায় যোগ দেন শ্রেয়স আইয়ার। কিন্তু চোটের জন্য সেবছর খেলতেই পারেননি। গতবছর প্রত্যাবর্তন ঘটে শ্রেয়সের। তাঁর নেতৃত্বে নাইটরা ট্রফি জয়ের খরা কাটায়। শ্রেয়সের নেতৃত্বের পিছনে ছিল দলের কোচ গৌতম গম্ভীরের মস্তিষ্ক। কিন্তু গৌতম গম্ভীর যে একন ভারতীয় দলের হেড কোচ। তিনি নাইট শিবিরে না থাকার জন্যই কি শ্রেয়সের উপরে আগ্রহ হারিয়ে ফেলছে কেকেআর? 

আবার একটি সূত্রের খবর অনুযায়ী, শ্রেয়সের সঙ্গে কথাবার্তা শুরু করেছে কেকেআর। ফলে শ্রেয়সকে নিয়ে ভাসছে একাধিক খবর। যা বাড়াচ্ছে বিভ্রান্তি।