আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সময় শনিবার রাতে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে বার্সেলোনা। সোমবার ব্যালন ডি' অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। তার পরে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে কটাক্ষ করতে ছাড়েনি বার্সেলোনা।

ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠবে না ব্যালন ডি' অর পুরস্কার। অনুষ্ঠান শুরুর আগেই তা জানতে পেরে যায় রিয়াল মাদ্রিদ। সেই কারণেই রিয়াল বয়কট করে ব্যালন ডি' অরের অনুষ্ঠান। 
বার্সা অবশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিল। রিয়াল না যাওয়ায় তাদের কটাক্ষ করে বার্সা সোশ্যাল মিডিয়ায় লেখে, ''আমরা এখানে উপস্থিত থাকতে অত্যন্ত সম্মানিত। আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ব্যালন ডি' অরকে ধন্যবাদ জানাই।'' 

এল ক্লাসিকোয় বার্সা ৪-০ গোলে বিধ্বস্ত করে রিয়ালকে। রিয়ালের ঘরের মাঠে গিয়েই জিতেছে বার্সা। ব্যালন ডি' অরে ভিনিসিয়াসের হাতে বর্ষসেরার ট্রফি না ওঠা আরও এক ধাক্কা রিয়ালের কাছে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা সেই জায়গায় কটাক্ষ করেছে রিয়ালকে।

এদিকে ভিনি জুনিয়র বর্ষসেরা না হওয়ায় রিয়ালের প্রাক্তন ও বর্তমান তারকারা ক্ষুব্ধ। টনি ক্রুজ থেকে কামাভিঙ্গা, সবাই কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকেই সেরা বলে ধরেছে। ভিনি জুনিয়র নিজে বলেছেন, আমাকে আরও ১০ গুণ ভাল খেলতে হবে। ভিনিসিয়াসকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।