আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের কাছে তিন প্যালেস্তাইনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। গত শনিবার এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থীরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, আহত শিক্ষার্থীদের পরিবার এই হামলাকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে। গুলিবিদ্ধ শিক্ষার্থীদের নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ। বার্লিংটন পুলিশ জানিয়েছে, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে তাদেরকে গুলি করা হয়। হামলার কারণ এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে আসন কারণ খোঁজে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ। হামলার সময় তারা ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়েহ পরে ছিল এবং আরবি ভাষায় কথা বলছিল বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত।
