আজকাল ওয়েবডেস্ক: ধনতেরাস মানে কিছু না কিছু কিনতেই হবে। কেউ সোনা তো কেউ রুপো, কিনতে লাইন পড়ে যায় অলঙ্কারের দোকানে। যদি পকেটে পড়ে টান? তখন ব্যাংকই ভরসা। কিন্তু ব্যাংক কি থাকবে খোলা? কী বলছে আরবিআই?

 

 

কালীপুজো, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, দীপাবলি, ছট সহ অনেক কারণেই বন্ধ থাকবে ব্যাংক। গোটা নভেম্বর মাস জুড়ে প্রায় ১৩ দিন বন্ধ ব্যাংক। তবে ৩০ তারিখ দীপাবলির শুরুতে প্রথমে খোলা থাকছে ব্যাংক। বাকি কোনদিন বন্ধ ব্যাংক রইল তার তালিকা

 

 

১ নভেম্বর শুক্রবার দীপাবলির ছুটি থাকছে ব্যাংক। 

২ নভেম্বর শনিবার দিওয়ালির কারণে ছুটি থাকছে। 

৩ নভেম্বর রবিবার হওয়ায় ছুটি থাকবে ব্যাংক।

৭ ও ৮ নভেম্বর ছট উপলক্ষ্যে বৃহস্পতি এবং শুক্রবার বন্ধ থাকবে ব্যাংক। 

৯ নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক। 

১০ নভেম্বর রবিবার হওয়ায় ছুটি থাকবে। 

১২ নভেম্বর মঙ্গলবার তালা থাকছে ব্যাংকে। 

১৫ নভেম্বর শুক্রবার গুরুনানকের জন্মদিন হওয়ায় ঝাঁপবন্ধ ব্যাংকের। 

১৭ নভেম্বর রবিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক।

১৮ নভেম্বর সোমবার তালা ঝুলবে ব্যাংকে। 

২৩ নভেম্বর শনিবার চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক। 

পরেরদিন ২৪ নভেম্বর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাংক।