আজকাল ওয়েবডেস্ক: তর্কের জের, আর তার জেরেই একেবারে খুনের সিদ্ধান্ত। ভয়াবহ এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। রিকশা চালক ওমপ্রকাশ, বয়স ৪১। স্ত্রী এবং শ্বশুরকে খুন করার পর নিজে আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে ওই রিকশা চালক তার ৩৯ বছরের স্ত্রী অনসূয়াকে ইঁট দিয়ে থেতলে খুন করে। একই সঙ্গে শ্বশুর নন্দ কিশোরকে (বয়স ৫৫) খুন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে ওমপ্রকাশ তার ছেলেকেও মারার চেষ্টা করে। সেই মুহূর্তে তার দুই মেয়ে তাদের ভাইকে বাঁচিয়ে নেয়। পুলিশ সূত্রের খবর, দু" জনকে খুনের পর নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হয় ওমপ্রকাশ।
