নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি উইন্ডোজ প্রযোজনা সংস্থার 'বহুরূপী' ছবিতে 'নিতাই' চরিত্রে অভিনয় করে অত্যন্ত প্রশংসিত হয়েছেন শ্রীদীপ মুখোপাধ্যায়। এবার দারুন এক সুখবর দিলেন শ্রীদীপ। অরিজিৎ সিং-এর ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিজ্ঞতা থেকে মুক্তির সম্ভাবনার কথা জানালেন অভিনেতা। 

 

 

 

'বহুরূপী' ছবিতে কৌশানী মুখোপাধ্যায় অভিনীত চরিত্র 'ঝিমলি'র দাদার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যাকে ছবিতে বিক্রমের সঙ্গী হিসেবেও দেখা গেছে। ২০১১ সাল থেকে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তিনি। তবে অনেক বছর পরিশ্রমের পর অবশেষে একাধিক দারুন চরিত্রে দর্শক তাঁকে দেখতে পারছেন।

 

 

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'কাবেরী অন্তর্ধান' ছবিতেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর 'সা' ছবিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। শ্রীদীপের কথায়, "এই ছবিতে আমি একজন ৫০ বছর বয়সী মানুষের চরিত্রে অভিনয় করেছি। খুব ইন্টারেস্টিং একটি চরিত্র। অনেকদিন আগে শুটিং হলেও এবার শুনছি ছবি খুব শীঘ্রই মুক্তি পাবে।"

 

 

অরিজিৎ সিং-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও জানালেন শ্রীদীপ। তিনি বলেন "আমরা প্রায় সবাই বোধহয় অরিজিৎ সিং-এর অনুরাগী। অরিজিৎ স্যারের পাড়া অর্থাৎ আজিমগঞ্জে শুটিং হয়েছে। ভোর চারটের সময় নিজের স্কুটার করে সেটে চলে আসতেন তিনি। একেবারে রাত দশটায় প্যাকআপ হলে যেতেন। সবার সঙ্গে দারুণভাবে মিশে যেতেন। তবে শুধু অরিজিৎ সিং নন তার স্ত্রী কোয়েল সিং যাকে আমরা ঝুমাদি বলে ডাকি, এবং টিমের বাকি সদস্যদের সকলের দারুণ ব্যবহার। বাড়ির মতো সকলের সঙ্গে আনন্দ করে পুরো কাজ হয়েছে।"

 

 

এই ছবি মুক্তির অপেক্ষায় দর্শকদের পাশাপাশি শ্রীদীপও, খুব শীঘ্রই হয়ত মুক্তির তারিখ জানানো হবে- এমনটাই ইঙ্গিত দিলেন অভিনেতা।