নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে ওস্তাদ স্টার জলসার ধারাবাহিক 'কথা'। শুরু থেকেই কথা ও এভির সম্পর্কের রসায়ন মনে ধরেছে দর্শকের। তাঁদের মাঝে তৃতীয় ব্যক্তি এলেও, দু'জনকে একে অপরের থেকে আলাদা করা যায়নি।
শুধু অনস্ক্রিনেই নয়, এই জুটির অফস্ক্রিন কেমিস্ট্রিও দারুণ পছন্দ করেন দর্শক। তাই মাঝেমধ্যেই চর্চার শিখরে পৌঁছে যান সাহেব-সুস্মিতা জুটি। এদিকে ধারাবাহিকে আসছে একের পর এক নতুন মোড়। প্রতি সপ্তাহেই দর্শকের জন্য অপেক্ষা করছে নতুন চমক।
সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন এক প্রোমো। সেখানে দেখা যাচ্ছে বিজয়া দশমীর দিন বাড়ির ঠাকুর বিসার্জন দিতে যাচ্ছে বাড়ির সকলে। অন্যদিকে যেই গাড়িতে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়ির ব্রেক ফেল করে দেয় চিত্রা। যাতে কথা ও তার শাশুড়ি অর্থাৎ এভির মা গাড়ি চাপা পড়ে মারা যায়।
এরপরেই দেখা যায় গাড়ি ব্রেক ফেল হয়ে যায় আর গাড়ির সামনে ছিল কথা আর এভির মা। তারা বরণের ডালা নিয়ে হেঁটে এগোতে থাকে। আর তাদের পিছনে ব্রেক ফেল হওয়া গাড়িটি ধেয়ে আসতে থাকে। হঠাৎ কথার নজরে পড়ে বিষয়টি। শাশুড়িকে বাঁচাতে সে তৎপর হয়। এই ঘটনা দেখে এভি দৌড়ে আসে। নিজের সর্ব শক্তি দিয়ে গাড়িটা আটকানোর চেষ্টা করে। কিন্তু এভি কি পারবে স্ত্রী আর মাকে বাঁচাতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
প্রসঙ্গত, দীপাবলির রাতেই কথার পরিবার মেতে উঠবে 'আলোর ফুলঝুরি'তে। 'কথা'র মহাপর্বে দেখা যাবে জলসার আরও দুই জনপ্রিয় জুটি ঋষিরাজ ও ঝিল্লি এবং রুদ্র ও গৌরী। সেই সঙ্গে থাকবে জমজমাট আড্ডা, মজার খেলা আর নাচে গানে জমবে আসর। কিন্তু চমক এখানেই শেষ নয়। এই মহাপর্বের বিশেষ অতিথি হিসাবে থাকছেন অভিনেত্রী মনামী ঘোষ। এভির বিশেষ বন্ধুর চরিত্রে ধারাবাহিকের জমাটি পর্বে দেখা যাবে তাঁকে।
