সংবাদ সংস্থা মুম্বই: এইমুহুর্তে দেশের প্রথম সারির কৌতুকাভিনেতাদের মধ্যে অন্যতম কপিল শর্মা।‌ কৌতুকাভিনেতা হয়েও রীতিমতো তারকার তকমা অর্জন করেছেন তিনি। ঊর্ধ্বমুখী জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বিতর্কেও নাম জড়িয়েছে তাঁর। কমেডি শো তুলনা করার পাশাপাশি বড়পর্দায় মুখ্যভূমিকায় যেমন অভিনয় করেছেন তেমন বিগ বাজেট ছবি প্রযোজনার দায়িত্বও সামলেছেন একসময়। যদিও তার প্রযোজিত দুটি ছবির একটিও চলেনি বক্স অফিসে। তারপরেই মানসিক অবসাদ করে কপিল কে বেশ কিছু সময়ের জন্য বড় ও ছোট- দু'ধরনের পর্দা থেকেই বিরতি নিয়েছিলেন তিনি। খবর আসত, এই সময় অতিরিক্ত মদ্যপানেও আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে এই প্রথম খুললাম খুললাম কথা বললেন খোদ কপিল। স্পষ্টভাবে জানালেন, তাঁর হাতে একসঙ্গে প্রচুর টাকা চলে এসেছিল বলে, ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছিলেন। কপিলের কথায়, "হাতে সেই সময় একসঙ্গে এত টাকা চলে এসেছিল যে মাথা ঘুরে গায়েছিল। আরও ভাল করে বললে, টাকার গরমে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। নইলে কি আর ছবি প্রযোজনা করি!" আরও জানান, ওই সময় তিনি প্রচুর টাকা উড়িয়েছিলেন। এতটাই বেহিসেবী খরচ করেছিলেন যে ব্যাংকে তার জমানো সমস্ত অর্থ প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল। চরম মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই সময়ে কপিলকে সামলায় তাঁর স্ত্রী গিন্নি। তাঁর কথায়, "গিন্নি যদি না থাকত ভেসে যেতাম। ওই কঠিন সময়ে সে আমাকে সামলেছিল। তবে এটাও ঠিক ভুলগুলো আমি করেছিলাম সেগুলো যদি না করতাম তাহলে তার থেকে যে জীবনের শিক্ষা আমি পেয়েছি তা হয়তো কোনওদিনও পেতাম না"।

 

প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় রিয়্যালিটি শো 'দ্য কপিল শর্মা শো'। কমেডির মোড়কে এই শোয়ের জনপ্রিয়তা দর্শকের কাছে চূড়ান্ত। ২০১৪ সালে কালার্স চ্যানেলে 'কমেডি নাইটস উইথ কপিল'-এর পর সোনি টিভিতে এই শোতে সঞ্চালকের ভূমিকায় রাতারাতি জনপ্রিয়তা পান কপিল শর্মা। টিআরপি তালিকায় উপরের দিকেই আগাগোড়া এই শোয়ের অবস্থান। কপিলের সঙ্গে এই শোয়ে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন, সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা। এবং বিচারকের আসনে রয়েছেন অর্চনা পূরণ সিংহ।

 

দেখতে দেখতে প্রায় ১০ বছর পার করে ফেলেছে এই শো। চলতি বছরে টিভি ছাড়িয়ে ওটিটির পর্দায় অভিষেক হয়েছে তাঁদের। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। নাম বদলে হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এইমুহুর্তে হইহই করে চলছে দ্বিতীয় সিজন