জয়ন্ত আচার্য, ঢাকা: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লিগের হয়ে কারা ভোটের মাঠে নামবেন আজ রবিবার বিকালে জানা যাবে। বিকালে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লিগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তফসিল ঘোষণার পর এবার চার দিনে আওয়ামী লিগের মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। আগ্রহীদের মধ্যে কারা ৩০০ আসনে নৌকার প্রার্থী হবেন, তা চূড়ান্ত করেছে দলটির মনোনয়ন বোর্ড।
সেই তালিকা ঘোষণার আগে মনোনয়নপ্রত্যাশী সবাইকে আজ সকালে গণভবনে ডাকা হয়। দলীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের সঙ্গে ‘মতবিনিময়’ করেছেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাও তাতে অংশ নেন।
এ সভার পর বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, তাতে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর।
প্রার্থী বাছাইয়ে নতুন মুখ যেমন এসেছে, তেমনই আগের কেউ কেউ বাদ পড়েছেন জানিয়ে কাদের এর আগে বলেছেন, “উইনেবল প্রার্থী আমরা বাদ দিইনি। নির্বাচনে জিতবে- যারা ইলেক্টেবল, তাঁদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে।”
আবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নৌকার মাঝি হয়ে সংসদে বসেছিলেন, তাঁদের কেউ কেউ এবার বাদও পড়ছেন বলে জানান আওয়ামী লিগ সাধারণ সম্পাদক।
২০০৮ সাল থেকেই জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে আওয়ামী লিগ। এবারও তারা জোটবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিলেও কারা জোটে থাকবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি দলটি।