শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ অক্টোবর ২০২৪ ১৭ : ৩৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে নারী সুরক্ষার জন্য এবার বিশেষ পদক্ষেপ করল জঙ্গিপুর পুলিশ জেলা। বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মহিলাদের সুরক্ষার জন্য একসাথে চালু হল 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং 'গ্রিন সাইকেল টিম'।
রাজ্যের বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে মহিলাদের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য জঙ্গিপুর এবং ধুলিয়ান পুরসভা এলাকায় মহিলা পুলিশ নিয়ে তৈরি 'উইনার্স বাহিনী' মোটরসাইকেল নিয়ে শহরে টহল দেওয়া শুরু করেছে।
তবে দুই পুরসভা এলাকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতে আরও ভালভাবে মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করা যায় সেই উদ্দেশ্য নিয়েই আজ থেকে চালু হল 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং মহিলা পুলিশ বাহিনীর 'গ্রিন সাইকেল টিম'।আপাতত পুলিশ জেলার ২০ জন মহিলা সদস্য সাইকেলে করে দুই পুরসভা এলাকার প্রত্যন্ত গলি এবং এলাকাগুলোতে টহলদারি এবং নজরদারি করবেন।
জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় আজ 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং 'গ্রিন সাইকেল বাহিনী'র পথচলা পতাকা নেড়ে শুরু করেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক।
পুলিশ সুপার আনন্দ রায় বলেন, 'শহরাঞ্চলে যেখানে বাসে এবং ট্রেনে করে মহিলারা বেশি যাতায়াত করেন এবং হাসপাতাল ও সাধারণ মানুষের ভিড় হয় এমন এলাকাগুলোতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পিঙ্ক মোবাইল ভ্যান চালু করা হল।'
তিনি বলেন, সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান পুরসভা এবং রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর পুরসভা এলাকার প্রত্যন্ত গলিগুলোতে যাতে আরও ভালভাবে মহিলাদের সুরক্ষা প্রদান করা যায় এবং পুলিশ বাহিনীর দ্রুত গলির ভেতরে ঢুকতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এখন থেকে উইনার্স বাহিনী মোটরসাইকেল ছাড়াও গ্রিন সাইকেলে করে টহলদারি চালাবে। গ্রিন সাইকেল পুলিশ বাহিনী চালু হয়ে যাওয়ার ফলে শহরের অলিগলিতে পুলিশের নজরদারি আরও বাড়বে।
পুলিশ সুপার জানান, মহিলাদের সুরক্ষার জন্য জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা সর্বদা সচেষ্ট। সাধারণ মানুষ বিপদে পড়লে যেকোনও সময় ১০০ নাম্বার ডায়াল করে পুলিশের সাহায্য চাইতে পারেন। এর পাশাপাশি রাস্তাতে পুলিশের আরেকটি গাড়ি এবং 'পিঙ্ক মোবাইল ভ্যান' থাকবে। যাতে মহিলারা বা সাধারণ মানুষ বিপদে পড়লে তৎক্ষণাৎ পুলিশের সাহায্য চাইতে পারেন।
নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা