আজকাল ওয়েবডেস্ক : বরাবরই তিনি ভোকাল ফর লোকালের পক্ষে। নিজের প্রতিটি মন্তব্যেই তিনি ভোকাল ফল লোকালের দিকে জোর দেন। আর এবার মন কি বাত থেকে দেশের মাটিতেই বিয়ে করার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিদেশে গিয়ে বিয়ে করার দরকার নেই। দেশের মাটিতেও বিয়ে হোক। ইদানিং কিছু পরিবারকে দেখা যাচ্ছে বিদেশে গিয়ে বিয়ের প্রবণতা বাড়ছে। একটা নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে। ভারতের মাটিতে বিয়ে করুন, দেশের টাকা দেশে থাকবে। ভারতবাসীরাই কিছু রোজগার করার সুযোগ পাবে। প্রধানমন্ত্রীর মতে, ভারতবর্ষে বর্তমানে ১৪০ কোটি ভারতীয় রয়েছে। সেখানে যদি এই পরিবারগুলি নিজেদের মত পরিবর্তন করে তবে তা দেশের পক্ষেই সঠিক হবে। উৎসবের মরশুম শেষ হয়ে গিয়েছে। এবার বিয়ের মরশুমে শুরু। ভোকাল ফল লোকাল শুধু দেশের সামগ্রী ব্যবহারেই নয়, দেশের অর্থ যাতে দেশে থাকে সেদিকেও নজর রাখতে হবে। ভোকাল ফর লোকালের মাধ্যমে বহু ভারতীয় অর্থ উপার্জন করছেন। সেই উপার্জনের জেরে তাদের সংসার চলছে। ডিজিটাল ইন্ডিয়া গড়ার পথে ভারত এগিয়ে চলেছে। তবে এখানেই থেমে থাকলে হবে না। ভোকাল ফর লোকাল নিয়ে আরও চিন্তাভাবনা করতে হবে।