আজকাল ওয়েবডেস্ক : শনিবারই শেষ হয়েছে রাজস্থানের বিধানসভা নির্বাচন। ভোটের উত্তাপ আর নেই রাজস্থানের অলিতে গলিতে। তবে সকলের নজর এবার অশোক গেহলটের দিকে। যদি তিনি জেতেন তবে কি তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন ? যদি তিনি হেরে যান তবে কি তার রাজনৈতিক কেরিয়ার শেষ হবে ? যদিও খোদ গেহলটের দাবি তাঁর সরকারই ফের একবার ক্ষমতায় ফিরবে। ট্রেন্ড ভেঙে তিনি সকলকে চমকে দেবেন। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাই এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসাবে কারও নাম রাখেনি। এর অর্থ মুখ্যমন্ত্রী যে কেউ হতে পারে। রাজস্থানে যদি কংগ্রেস ফের ক্ষমতায় আসে তবেই মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঠিক করবে কংগ্রেস। দলের মধ্যে এবিষয়ে তৈরি হয়েছে জল্পনা। কংগ্রেসের একাংশ মনে করছে গেহলট ফের একবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। আবার অন্য একটি অংশের মতে জিতলেও মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ দেখা যেতে পারে। তবে রাজনীতিবিদদের মতে, কংগ্রেস এখানে অন্য খেলা খেলেছে। তারা গেহলটকে এবারের নির্বাচনে সম্পূর্ণ ক্ষমতা দিয়েছে। যদি তিনি জেতেন তবে তিনি ফের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন। আর যদি তা না হয় তবে নিজেই নিজের প্রস্থানের কথা সকলকে জানিয়ে দেবেন।           
