আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সে যোগ দিতে চলেছেন পার্থিব প্যাটেল। আসন্ন আইপিএলে ব্যাটিং মেন্টর হিসেবে কাজ করতে দেখা যাবে তাঁকে। 
অতীতে গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ ছিলেন গ্যারি কার্স্টেন। সেই সঙ্গে মেন্টরও ছিলেন তিনি। ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ গ্যারি কার্স্টেন বর্তমানে পাকিস্তান জাতীয় দলের সাদা বলের কোচ। 

গুজরাট টাইটান্সে যোগ দেওয়ার আগে পার্থিব প্যাটেল মুম্বই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউটের সঙ্গে জড়িত ছিলেন। বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্তে দেখা যেত পার্থিবকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পার্থিব প্যাটেলকে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে দেখা যাচ্ছে। 

২০২০ সালের ডিসেম্বরে অবসর গ্রহণের পরে উইকেট কিপার-ব্যাটার যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে।  পার্থিব প্যাটেলের আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে গুজরাট টাইটান্স। 
শুরুটা দুর্দান্ত করেছিল গুজরাট টাইটান্স। প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল। দ্বিতীয় বার ফাইনালে শেষ বলে গিয়ে হেরে যায় গুজরাট। এবারের আইপিএলে অবশ্য গুজরাট টাইটান্স নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। পার্থিব প্যাটেলের যোগদানে গুজরাট টাইটান্স কতটা উপকৃত হয়, সেটাই দেখার।