আজকাল ওয়েবডেস্ক: খরচ কমাতে চায় গ্লাসগো, সেই কারণে ২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হতে পারে হকি। 

বেশ কয়েকটি মিডিয়ায় এমন খবরই প্রকাশিত হয়েছে। তবে এব্যাপারে আন্তর্জাতিক হকি ফেডারেশন ও কমনওয়েলথ গেমস ফেডারেশন মুখ খোলেনি। প্রতিটি কমনওয়েলথ গেমসেই হকি হয়েছে। কিন্তু গ্লাসগো নেট বল, রোড রেসিংয়ের পাশাপাশি হকিকেও ছেঁটে ফেলতে চাইছে তালিকা থেকে। 

সংবাদ সংস্থা পিটিআই-এর তরফে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হয়। এক আধিকারিক বলেছেন, ''আগামী দিনদুয়েকের মধ্যে পরিস্থিতি পরিষ্কার হয়ে যায়। কমনওয়েলথ গেমস ফেডারেশনের তরফ থেকে কোনও বার্তা আমাদের কাছে না এলে এ বিষয়ে মন্তব্য না করাই ভাল।''

কমনওয়েলথ গেমস ফেডারেশনও প্রায় একই বক্তব্য রেখেছে। কমনওয়েলথ গেমসে  কোন কোন ইভেন্ট দেখা যাবে, তা স্থির হয়ে যাবে আগামিকাল। 

গ্লাসগো কমনওয়েলথ গেমস শুরু হওয়ার কথা ২৩ জুলাই। চলবে ২ আগস্ট। খরচ কমানোর জন্য গ্লাসগো গেমসের আয়োজকরা ১৯টি ইভেন্ট থেকে ১০টি ইভেন্টে নামানোর কথা ভাবনা চিন্তা করছে।