শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

kali puja in barasat

রাজ্য | ঘূর্ণিঝড় ডানার ভয়ে উদ্বিগ্ন বারাসতের পুজো উদ্যোক্তারা নিলেন বড় সিদ্ধান্ত 

Rajat Bose | ২১ অক্টোবর ২০২৪ ১৮ : ১৪Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর আকাশে আশঙ্কার কালো মেঘ। বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হয়ে গিয়েছে। ‌ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা (Dana)। কালীপুজোর মুখে ঘূর্ণিঝড়ের বিপদ সংকেতে উদ্বিগ্ন বারাসতের পুজো উদ্যোক্তারা। তাই, কয়েকটি বড় পুজো কমিটির উদ্যোক্তারা তড়িঘড়ি মণ্ডপসজ্জার কাজ সেরে নিতে চাইছেন। কোনও কোনও পুজো উদ্যোক্তা আবার বন্ধ রাখছেন মণ্ডপের কাজ। 

কালীপুজো বলতে দর্শনার্থীদের প্রথম পছন্দেই থাকে উত্তর ২৪ পরগনার বারাসতের নাম। পাশাপাশি মধ্যমগ্রাম ও নৈহাটির কালীপুজোও কম–বেশি জনপ্রিয়। তবে দর্শনার্থীদের ভিড়ের মাপকাঠিতে আজও সবার উপরে রয়েছে বারাসতের কালীপুজো। জেলা সদরের বড় কালীপুজোগুলোর মধ্যে পাইওনিয়ার পার্ক, শতদল সংঘ, নবপল্লি অ্যাসোসিয়েশন, বারাসত ব্যায়াম সমিতি, কেএনসি রেজিমেন্ট, সন্ধানী ক্লাব, বিদ্রোহী ক্লাব ও নবপল্লি আমরা সবাই ক্লাব বিশেষ ভাবে উল্লেখযোগ্য। পুজোমণ্ডপে শুধু থিমের চমক নয়, আলোকসজ্জাতেও নজর কাড়ে বারাসতের কালীপুজো। ‌

কিন্তু আশঙ্কার কালো মেঘ কালীপুজোর আকাশে। নয়াদিল্লির মৌসম ভবন জানিয়েছে, বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ডানা। তারপর থেকে মাথায় হাত পড়েছে কালীপুজোর উদ্যোক্তাদের। বেশিরভাগ পুজোমণ্ডপ এখন মাঝামাঝি জায়গায় রয়েছে। ঝড়–বৃষ্টির দুর্যোগ থাকবে দু’‌–তিন দিন। পুজো উদ্যোক্তাদের কেউ কেউ চাইছেন, ঘূর্ণিঝড়ের আগেই মণ্ডপসজ্জার কাজ সেরে ফেলতে। আবার কোনও কোনও পুজো উদ্যোক্তা মণ্ডপসজ্জার কাজ বন্ধ রাখতে চাইছেন। দুর্যোগ কেটে গেলে তাঁরা নতুন করে শুরু করতে চান। 

বারাসতের বিদ্রোহী ক্লাবের সম্পাদক মানিক দত্ত বলেছেন, ‘‌ঘূর্ণিঝড় ডানা আসছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তা প্রভাব ফেলবে। ‌আমরা অনেক আগে থেকেই পুজোর মণ্ডপসজ্জার কাজ শুরু করেছি। ঘূর্ণিঝড়ের কারণে আমরা পুজোমণ্ডপের কাপড় লাগানোর কাজ বন্ধ রেখেছি। কেবল কাঠামো তৈরির কাজগুলোই চলছে। দুর্যোগ কেটে গেলে আমরা মণ্ডপসজ্জার বাকি কাজ করব।’‌ 

অন্যদিকে শতদল সংঘের সম্পাদক সুজিত সাহা প্রাকৃতিক দুর্যোগকে কোনও গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, ‘‌ঘূর্ণিঝড় আসছে শুনেছি। তাতে আমাদের পুজোর মণ্ডপসজ্জার কোনও ক্ষতি হবে না। আমরা অতিরিক্ত ত্রিপলের ব্যবস্থা করেছি। দু’‌–তিন দিন ঝড়–বৃষ্টি চলবে। তার মধ্যেও আমাদের মণ্ডপসজ্জার কাজ চলবে।’‌ আমরা সবাই এর সম্পাদক অরুণ ভৌমিক জানিয়েছেন, ‘‌পরিস্থিতির উপর নজর রাখছি। প্রকৃতির উপর তো কারও হাত নেই। মন্ডপ সজ্জার কাজ এখনও অনেকটা বাকি। দ্রুত শেষ করার কাজ চলছে।’‌ 

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকেও বারাসতের কালীপুজোর উদ্যোক্তাদের দুর্যোগ সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। সোমবার বারাসতের রবীন্দ্রভবনে পুজো উদ্যোক্তাদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়েছে।

 


Aajkaalonlinecyclonedanakalipuja

নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া