আজকাল ওয়েবডেস্ক: মোটরসাইকেলের পিছনের সিটে বসে হাসপাতালে ডিউটি করতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক নার্সের। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই নার্সিং স্টাফের নাম মৌসুমী কুন্ডু (৩১)। তাঁর বাড়ি রাজানগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে-জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের লেবার রুমে কর্মরত ওই নার্সিং স্টাফ আজ নিজের ডিউটিতে যোগ দেওয়ার জন্য দুপুর দু'টো নাগাদ নিজের স্বামীর মোটরসাইকেলে চেপে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন - প্রচন্ড রোদের কারণে ওই মহিলা বাইকের সিটের পেছনে একটি ছাতা খুলে বসেছিলেন। তিনি যখন হাসপাতালে কাছাকাছি ছিলেন সেই সময় দমকা হাওয়ায় তাঁর হাতে থাকা ছাতাটি উল্টে যায় এবং ওই মহিলা নিজের শরীরের ভারসাম্য রক্ষা না করতে পেরে চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় উল্টে পড়েন।
এই ঘটনায় তাঁর মাথায় গুরুতর চোট লাগে। রক্তাক্ত অবস্থায় মৌসুমীকে তৎক্ষণাৎ জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। রঘুনাথগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যে ওই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
