আজকাল ওয়েবডেস্ক : ফের ধসের ঘটনায় ছড়াল আতঙ্ক। ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভার অধীন কাজোরা এলাকার জামবাদ মোড়ে।
স্থানীয়দের অভিযোগ চলতি মাসেই কয়েকদিন আগেই এলাকায় এভাবে ধসের ঘটনা ঘটেছিল। ধসের কারণে বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল এলাকায়। তবে সেখান থেকে কোনও বিশেষ পদক্ষেপ করেনি কর্তৃপক্ষ।
ইসিএল আধিকারিকরা ধসের গর্ত মাটি ভরাট দেয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি বারবার এলাকায় এভাবে ধসের ঘটনা ঘটলেও ইসিএল কর্তৃপক্ষ এলাকাবাসীদের পুনর্বাসনের ব্যাপারটি নিয়ে আলোচনা করছে না।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বহুলা পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কৃষ্ণা ভূঁইয়া। তিনি অভিযোগ করেন বারবার ইসিএল কর্তৃপক্ষকে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা কিন্তু ইসিএল এ ব্যাপারে উদাসীন।
তিনি জানান কয়েক বছর আগে এই এলাকায় ধসের কারণেই একটা আস্ত বাড়ির সহ এক মহিলা তলিয়ে যায় মাটির তলায়। বেশ কয়েকদিন পর মাটির তলা থেকে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। পাশাপাশি তিনি ইসিএল আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পুরনো দিনের ইতিহাসের পুনরাবৃত্তি হয় তাহলে স্থানীয় বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে নামবেন ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
