আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ফের ভোটের দামামা। এক নয়, একসঙ্গে ছয় বিধানসভা আসনে নির্বাচন। নজর ছিল, এই ছয় আসনে কাদের উপর ভরসা রাখে রাজ্যের শাসক দল। রবিবার দুপুরে তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। 

 

তৃণমূল জানিয়েছে, সিতাই থেকে প্রার্থী হচ্ছেন সঙ্গীতা রায়, মাদারিহাট থেকে ভোট লড়বেন জয়প্রকাশ টোপ্পো। তালড্যাংরা থেকে প্রার্থী হচ্ছেন ফাল্গুনী সিনহাবাবু, মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন সুজয় হাজরা, হাড়োয়া থেকে ভোট লড়বেন শেখ রবিউল ইসলাম, নৈহাটি থেকে সনৎ দে।

 

উল্লেখ্য, যে ছয় কেন্দ্রে উপনির্বাচন হতে চলছে, তার মধ্যে ২০২১-এর বিধানসভা ভোটে ৫টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস। বাকি একটি আসনে জেতে বিজেপি। কিন্তু ছয় কেন্দ্রের বিধায়করাই ফের ২০২৪ এর লোকসভা ভোট প্রার্থী হন। তাঁরা লোকসভা ভোটে জয়লাভ করে সাংসদ পদের কারণে বিধায়ক পদ ছেড়েছেন। ফলে ওই কেন্দ্র গুলির বিধায়ক ছিল না। ১৩ নভেম্বর ওই ৬ কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূল জানিয়ে দিল পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী, জুন মালিয়াদের জায়গায় কাদের বেছে নিয়েছে দল। গেরুয়া শিবিরের পরেই প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।