আজকাল ওয়েবডেস্ক: এবার দলের 'গ্রুপবাজ' নেতা-কর্মীদের 'পেঁদিয়ে' বের করে দেওয়ার নিদান দিলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। শনিবার বিকেলে মঙ্গলকোট ব্লক  তৃণমূল কংগ্রেস উদ্যোগে মঙ্গলকোট হাই মাদ্রাসায় বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে অপূর্ব বলেন, 'দলের বাইরে গিয়ে কোনও নেতা বা কর্মীকে কোনও এলাকায় গিয়ে গ্রুপবাজি (groupism) করতে দেখলে পেঁদিয়ে বের করে দেওয়া হবে।' বিধায়কের মুখে এই কথা শুনে একদিকে যেমন পড়েছে হাততালি তেমনি কর্মীরাও পরস্পর পরস্পরের মুখের দিকে তাকিয়েছেন। অনুষ্ঠানে ছিলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার-সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

 

 

দলের নির্দেশে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বিজয়া সম্মেলনী। সেই সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে বিধায়ক দলের ভেতর যারা গোষ্ঠীদ্বন্দ্ব জিইয়ে রাখতে চান তাঁদের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের বিরুদ্ধে নিজের কড়া অবস্থানের কথা জানিয়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিধায়ক বলেন, কর্মী না থাকলে নেতা থাকবে না। কর্মীরাই দলের সম্পদ। আপনারা কোনও প্ররোচনায় পা দেবেন না। কর্মীরা যদি ঠিক পথে তাহলে এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। 

 

 

এদিনের অনুষ্ঠানে মঙ্গলকোটের বিভিন্ন এলাকার বিজেপি ও সিপিএম দল থেকে ৩০০-র কাছাকাছি কর্মী ও সমর্থক তৃণমূলে যোগ দেন। বিধায়ক অপূর্ব চৌধুরী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। অনুষ্ঠানে এলাকার পুরনো তৃণমূল কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়।