নিজস্ব সংবাদদাতা: চোখের নিমেষে যেন কেটে গেল একটা বছর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলের জন্মের সুখবর দিয়েছিলেন টলি অভিনেতা জিৎ। আর এখন দেখতে দেখতে কেটে গেল এক বছর। ছেলে রোনভের প্রথম জন্মদিন জমজমাট ভাবে উদ্‌যাপন করলেন বাবা জিৎ। 

 

 

ছেলের প্রথম জন্মদিনে শুধু তাকেই উপহার দিয়েছেন জিৎ এমনটা কিন্তু নয়। এই পার্টির আগে ছেলেকে নিয়ে গেছিলেন কয়েকজন দুঃস্থ শিশুর কাছে।‌ যাদের সঙ্গে অনেকটা সময় কাটায় ছোট্ট রোনভ। এরপর বাড়িতে পুজো দেন মদনানি পরিবার। সবশেষে ছেলের জন্মদিনে এই জমজমাট পার্টির আয়োজন করেন জিৎ। নিজের সন্তানের প্রথম জন্মদিনে আগে মানুষের সেবা করেছেন টলিউডের 'বস'। তারপর করেছেন পার্টির আয়োজন। তবে লক্ষ্মীপুজোর পর পার্টির আয়োজন হওয়ায় অনেকেই থাকতে পারেননি এদিন।

 

যদিও এদিন দেখা গেল হবু মা কোয়েল মল্লিককে। জিতের স্ত্রী মোহনার সঙ্গে এক ফ্রেমে দেখা গেল কোয়েল, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সুস্মিতা চট্টোপাধ্যায়কেও। এদিন বাবা ও ছেলে পড়েছিলেন একই ধরণের পোশাক। একসঙ্গে কেক কাটলেন জিৎ,মোহনা, ও বড়মেয়ে নবন্যা এবং ছোট্ট রোনভ। এই বিশেষ দিনে বাবার কোলেই বেশি দেখা গেল একরত্তিকে। তবে বাইরে ঘুরতে যাওয়ার জন্য আসতে পারেননি দেব, অঙ্কুশ সহ আরও অনেকে। নিজের বাড়িতে পুজো থাকায় যেতে পারিনি সোহম চক্রবর্তীও। একদম প্রচার না করেও নিজের মতো করে বহু মানুষের পাশে দাঁড়ান জিৎ। ছেলের জন্মদিনের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হল না।