রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ অক্টোবর ২০২৪ ১২ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকবছর ধরেই পুজোর পরেই শহরে কার্নিভাল হয়। শহরের ৯০-এর বেশি পুজো কমিটি, প্রতিমা এই কার্নিভালে অংশগ্রহণ করবে এবছর। জমিদার-বাড়ির অলিন্দের আদলে তৈরি হয়েছে এবারের কার্নিভালের মূল মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা বসবেন সেখানে। সরকারি সূত্র জানিয়েছে, প্রায় ২০ হাজার আমন্ত্রণপত্র শেষ। স্বাভাবিক ভাবেই রেড রোডের কার্নিভালের অনুষ্ঠানের আগেই জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে-
পুজো কার্নিভালে অংশগ্রহণ ছাড়া দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এজেসি বোস রোড, হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোডে অন্য গাড়ি চলাচল নিষিদ্ধ।
দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং, লাভার্স লেন, খিদিরপুর রোডে, হাসপাতাল রোড নর্থ বাউন্ড থেকে এজেসি বোশ ক্রসিং, কার্নিভালের যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল নিষিদ্ধ।
বিশেষ অনুমতি প্রাপ্ত গাড়ি কেবলমাত্র জওহরলাল নেহেরু রোড থেকে মেয়ো রোডের দিকে প্রবেশ করতে পারবে।
যান চলাচল বন্ধ থাকবে রেড রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, এসপ্ল্যানেড র্যাম্প রোডে।
ট্রাম কিংবা বাসে যাতায়াত করবেন যাঁরা, তাঁদের এসপ্ল্যানেড কিংবা পার্ক স্ট্রিটে নামতে হবে।
দুপুর ১২টা থেকে পার্কিং করা যাবে না- চৌরঙ্গী রোডে, ক্যাথেড্রাল রোডে, কুইন্স রোডে, মেয়ো রোডে, স্ট্র্যান্ড রোডে, আর এন মুখার্জি রোডে, হেয়ার স্ট্রিটে, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট-সহ বেশকিছু জায়গায়।
একদিকে রেড রোডে অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর কার্নিভাল যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে, তার পাশেই রাণী রাসমণি রোডে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ঘোষিত দ্রোহ কার্নিভাল হওয়ার কথা। এর অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। অশান্তি এড়াতে এদিন ১৬৩ ধারা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এর আগে এই দ্রোহ কার্নিভাল প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। কিন্তু চিকিৎসক সংগঠনের তরফে তাঁকেও কার্নিভালে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়।
আন্দাজ করা যাচ্ছে, একাধিক চিকিৎসক সংগঠনের পাশাপাশি, এদিন দ্রোহ কার্নিভালে উপস্থিত থাকতে পারেন সাধারণ মানুষও। ফলে, ধর্মতলা চত্বরে প্রচুর মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ডোরিনা ক্রসিং থেকে পশ্চিমে নেতাজি মূর্তি পর্যন্ত রাণী রাসমণি রোডে জমায়েতে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মেট্রো চ্যানেলের পিছন দিক থেকে জওহরলাল নেহরু রোডের ধার বরাবর ডোরিনা ক্রসিং ওয়াই চ্যানেলে।
পাঁচ জনের বেশি জমায়েতে না করা হয়েছে নিউ রোডেও। জমায়েত নিষিদ্ধ মেয়ো রোড এবং আউটরাম রোডেও। একই রকম ভাবে জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে এজেসি বোস রোডের সংযোগস্থল পর্যন্ত, জওহরলাল নেহরু রোড, কুইনস্ ওয়ে এবং স্ট্র্যান্ড রোডে। এদিন সকাল থেকেই এই জায়গাগুলিতে পড়ে গিয়েছে ব্যারিকেড। পাশাপাশি, বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।
নানান খবর

নানান খবর

জিনগত কারণেই অ্যাজমা রোগের শিকার শিশুরা নাকি রয়েছে বড় কোন কারণ? কীভাবে নিরাময় সম্ভব, জানুন বিশেষজ্ঞদের মত

আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪