আজকাল ওয়েবডেস্ক: দুর্গা পুজোর প্যান্ডেল। বহু লোক সমাগম। আর সেখানেই নির্বিচারে গুলি চলল। ঘটনায় আহত অন্তত চার। 

 

রবিবার সকালে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা প্যান্ডেলের ভিড়ের মাঝে দুটি মোটরবাইকে করে কয়েকজন এসে এলোপাথাড়ি গুলি চালায়। 

 

অজ্ঞাত পরিচয় ওই দুই ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। আরমান আনসারি, সুনীল কুমার, রোশন কুমা, সিপাহী কুমার গুলি চলার ঘটনায় জখম হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আরমানের পিঠে, সুনীলের বা হাতে, রহনের হাঁটুতে এবং সিপাহীরা কোমরে গুলি লাগে। তৎক্ষণাৎ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের অস্ত্রোপচার করা হয়েছে। তবে পুজো মণ্ডপে আচমকা গুলি চলার পিছনে কারা, কেন এই গুলি চলার ঘটনা ঘটেছে। এখনও কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে।