আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালের পর সাংবাদিক সম্মেলনে এসে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, বিশ্বকাপের রেশ কাটলে ভারতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। দু"দিন আগেই জানা যায়, রোহিত শর্মাদের কোচের দায়িত্বে আর থাকতে চান না ভারতীয় ক্রিকেটের দ্য‌ ওয়াল। তাঁর পরিবর্তে কোচ করা হতে পারে ভিভিএস লক্ষ্মণকে। এবার শোনা যাচ্ছে গৌতম গম্ভীরের বদলি হিসেবে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিতে পারেন দ্রাবিড়। কেএল রাহুলদের মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। তাঁর সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার দলের কথা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রাবিড়কে লখনউয়ের মেন্টরের ভূমিকায় দেখা যাবে। তবে সবটাই নির্ভর করছে তাঁর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তির ওপর। বিশ্বকাপের পর ভারতের কোচ হিসেবে তাঁর চুক্তি শেষ হয়ে গিয়েছে। রবি শাস্ত্রীর পর দ্রাবিড়ের সঙ্গে দু"বছরের চুক্তি করা হয়েছিল। তাঁর কোচিংয়ে কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। তবে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। বর্তমানে সব ফরম্যাটে একনম্বরে টিম ইন্ডিয়া। শীঘ্রই দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড। তবে কোচের দায়িত্বে থাকতে চান না তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। যা রোহিতদের কোচের দায়িত্বে থাকলে হবে না। তবে আইপিএলের সঙ্গে যুক্ত হতে পারেন। মাত্র দু"মাস চলে আইপিএল। প্রস্তুতি পর্ব মিলিয়ে মোট তিন মাস। সেক্ষেত্রে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ক্রিকেটের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন। লখনউ সবসময়ই দ্রাবিড়কে সাপোর্ট স্টাফের অঙ্গ হিসেবে চেয়েছিল। তবে ভারতীয় দলের কোচ থাকায় সেটা সম্ভব হয়নি। এবার সেই সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রাবিড়ের সঙ্গে কথা চালাচ্ছে রাজস্থান রয়্যালসও। তবে এগিয়ে লখনউ সুপার জায়ান্টস।