আজকাল ওয়েবডেস্ক : তামিলনাড়ুতে ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার মুখে পড়ল কর্নাটকের মাইসুরু থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস। শুক্রবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অদূরে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে বেলাইন হয়ে যায় ট্রেনটি।
কাভারাইপেট্টাই রেলওয়ে স্টেশনের কাছে ওই মালগাড়িটি দাঁড়িয়ে ছিল। সে সময় দ্রুতগতির বাগমতী এক্সপ্রেস মালগাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের কারণে আগুন লেগে যায় তিনটি কামরায়।
একের পর এক ট্রেন দুর্ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার জেরে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের দ্রুত ট্রেন থেকে বের করে নেওয়ার কাজ চলছে।
ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে দমকল এবং রেলের আধিকারিকরা। দ্রুত সকল যাত্রীদের সেখান থেকে বের করার কাজ চলছে। স্থানীয় হাসপাতালগুলিকে তৈরী থাকতে বলা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। মালগাড়িটি দাঁড়িয়েছিল। সেই সময় বাগমতী এক্সপ্রেস ট্রেনটি সজোরে ধাক্কা মারে মালগাড়িকে। সেই সময় বাগমতী এক্সপ্রেস ট্রেনের গতি ছিল ঘন্টায় ৭৫ কিলোমিটার। ঘটনার পর রেলের পক্ষ থেকে উচ্চ পদস্থ আধিকারিক সেখানে দ্রুত গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
ঘটনাস্থলে ইতিমধ্যে গিয়েছে এনডিআরএফ দল। শুরু হয়েছে উদ্ধারকাজ। অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকরাও সেখানে গিয়েছে। রেল সূত্রে খবর, বেশিরভাগ যাত্রীদের অভিশপ্ত ট্রেনটি থেকে বের করে আনা হয়েছে। বাকি যাত্রীদের বের করে আনার কাজ চলছে।
এই ঘটনার জেরে বাগমতী এক্সপ্রেস ট্রেনের ১২ টি কামরা লাইন থেকে বেরিয়ে গিয়েছে। দুর্ঘটনার ফলে ওই লাইনে অন্য ট্রেনগুলি অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে।
সম্প্রতি বেশ কয়েকটি রেল দুর্ঘটনার ফলে মারা গিয়েছেন অনেক মানুষ। এবার ফের একবার ট্রেন দুর্ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে রেল পরিষেবা।
