আজকাল ওয়েবডেস্ক : তিনি যখন বিদেশ সফর করেন তখন কিছু না কিছু ভারতের ছাপ সঙ্গে নিয়ে যান। শুধু তাই নয় নিজের সফরে তিনি ভারতের শিল্প গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেন। 

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগোষ্ঠী আসিয়ানের শীর্ষবৈঠকে যোগ দিতে লাওসে গিয়ে সে দেশের দুই রাষ্ট্রনেতাকে বুদ্ধের মূর্তি উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দু’দিনের সফরে লাওসে পৌঁছে বৃহস্পতিবার সে দেশের রাষ্ট্রপতি সিসৌলিথ, প্রধানমন্ত্রী ফানখাম বিফারান এবং তাঁদের স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। সে সময়ই তাঁদের হাতে তুলে দেন ওই উপহার।

 

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, লাওসের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে মোদি দিয়েছেন কারুকাজ করা কাঠের বাক্সে রাখা পিতলের তৈরি প্রাচীন বুদ্ধমূর্তি। পিতলের ওই মূর্তিতে রয়েছে তামিলনাড়ুর শিল্পীদের মিনে করা নকশা।

 

উপহারের তালিকায় রয়েছে কদমকাঠের তৈরি বুদ্ধের মাথা। তার উপরে খোদাই করা হাতি এবং পদ্ম। লাওসের প্রধানমন্ত্রীর স্ত্রীকে মোদি দিয়েছেন উটের হাড়ে তৈরি রাধাকৃষ্ণের মূর্তি, খোদাই করা একটি বাক্স। আসিয়ান সম্মেলনে আগত তাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে তাঁর উপহার লাদাখে তৈরি কাঠের টেবিল।