আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্তাইনি জনগণ হামাসের দেওয়া শর্ত মেনে ইজরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য করেছে। দাবি করেছেন প্যালেস্তাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া।  তিনি বলেছেন, ‘‌দখলদার ইজরায়েল গণহত্যা ও শক্তিপ্রয়োগের মাধ্যমে তাদের বন্দিদের মুক্ত করার যে ঘোষণা করেছিল, তা ব্যর্থ হয়েছে।’‌ চার দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইজরায়েল সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হামাস পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান হানিয়া। তিনি জানিয়ে দিয়েছেন, গাজা উপত্যকায় নিজের অবস্থান থেকে একচুলও নড়বে না হামাস। তিনি যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার জন্য কাতার ও মিশরকেও ধন্যবাদ জানান।