আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরের আইপিএলের আগে মেগা অকশন হবে চলতি বছরের শেষেই। তার আগে আইপিএল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে রিটেনশন নীতি। একাধিক দলকে নিয়ে উঠছে জল্পনা। কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, কাদের ছাড়া হবে তা নিয়ে বিভিন্ন মতামত জানাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার আইপিএলের সবথেকে বড় ফ্যানবেস যাদের সেই আরসিবির রিটেনশন নিয়ে এবার মুখ খুললেন আকাশ চোপড়া।

 

তিনি বেঙ্গালুরুর যে রিটেনশন খেলোয়াড়দের নাম জানিয়েছেন তা চমকে ওঠার মত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রথমেই সামনে এনেছেন বিরাট কোহলির নাম। তাঁর মতে কোহলি ছাড়া আরসিবি অসম্পূর্ণ। এরপরেই তিনি তাক লাগিয়ে দিয়েছেন দ্বিতীয় রিটেন করা খেলোয়াড়ের নাম বলে। তিনি জানিয়েছেন, ক্যামেরন গ্রীনকে ধরে রাখা উচিত বেঙ্গালুরুর। তিনি প্রথম দিকে ব্যাট করতে পারেন আবার বল করতেও পারেন। আশ্চর্য ভাবে আকাশ চোপড়ার তালিকায় নাম নেই ফ্যাফ ডু প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের।

 

তিনি জানিয়েছেন, ‘আরসিবির উচিত এই ক্রিকেটারদের ছেড়ে দেওয়া। আমি থাকলে এদের ছেড়ে দিয়ে মিডল অর্ডারে ভরসাযোগ্য রজত পাতিদারকে রাখতাম’। চমক এখানেই শেষ নয়। আরসিবির বোলিং বিভাগ নিয়েও উল্লেখ্যযোগ্য মতামত দিয়েছেন তিনি। আইপিএলে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বেঙ্গালুরুর বোলিং বিভাগকে। সেখানে আকাশ চোপড়া জানিয়েছেন, আরসিবির উচিত মহম্মদ সিরাজকে ছেড়ে দেওয়া। অত টাকা দিয়ে রিটেন না করে সিরাজকে ছেড়ে দেওয়া উচিত।

 

আকাশদীপকেও ছেড়ে দিক বেঙ্গালুরু। যদি রাখতে হয় তাহলে ইয়াশ দয়ালকে ধরে রাখুক আরসিবি। তরুণ এই বোলার গত আইপিএলে নিজেকে প্রমাণ করেছেন বেঙ্গালুরুর মত মাঠে খেলে। তবে আইপিএলের নিলামের আগে জল্পনা উঠেছে একাধিক দলের রিটেনশন নীতি নিয়েই। এবারে নিলামে ব্যবহার করা যাবে আরটিএম কার্ডও। ফলে, নিলামের আগে স্ট্র্যাটেজি গোছাতে ব্যস্ত সকলেই।