আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে যতদিন খেলবেন ততদিন রোহিত শর্মাকে অধিনায়কের ভূমিকাতেই রাখা হোক। ২০২৫ আইপিএল শুরুর আগে এই কথাই জানালেন মহম্মদ কাইফ। কাইফ জানিয়েছেন, ২০২৫ মরসুমের জন্য রোহিত এমন একটি দলে যান যা তাঁকে নেতৃত্বের ভূমিকা দেবে। প্রাক্তন তারকা রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আহ্বান জানিয়েছেন যে তাঁরা রোহিত শর্মাকে তাদের দলে নেওয়ার জন্য ঝাঁপাক।
শেষ আইপিএলের পর রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে তার ভবিষ্যৎ নিয়ে খুব বেশি কথা বলেননি। আগের আইপিএলে রোহিতকে সরিয়ে মুম্বইয়ের অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডেয়াকে। তারপরেই সমালোচনার মুখে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। পাঁচবারের চ্যাম্পিয়নরা নতুন অধিনায়ক হর্দিকের অধীনে গত আইপিএলে ভাল ফলও করতে পারেনি। তারপরেই জল্পনা ছড়িয়েছে মুম্বই ছাড়তে চান রোহিত। ২০২৫ সালের আইপিএল শুরুর আগে নজর রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং তাদের রিটেনশনের দিকে।
কাইফ জানিয়েছেন, ‘রোহিত শর্মা শুধুমাত্র আইপিএলে অধিনায়ক হিসেবে খেলুন। কারণ তিনি একজন দুর্দান্ত অধিনায়ক। তিনি টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন। যে দল তাঁকে নেতৃত্বের সুযোগ দেবে সেই দলেই রোহিত যাক’। তিনি আরও জানিয়েছেন, ‘এই সুযোগে যদি আরসিবি রোহিতকে দলে নিতে পারে তাহলে আখেরে তাদেরি লাভ হবে। রোহিতের মত অধিনায়ক, তার দুর্দান্ত ওপেনিং এবং পাশাপাশি বিরাট কোহলি। আইপিএল ট্রফির অন্যতম দাবিদার হয়ে উঠবে আরসিবি’।
