আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরেও পুজোর দিনগুলোতে তুমুল বৃষ্টিতে বাড়বে ভোগান্তি। মাটি হতে পারে পুজোর আনন্দ। এক, দুই দিন নয়, এবার প্রতিপদ থেকে একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা বাংলায়। বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। এর জেরে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। পাশাপাশি মৎস্যজীবীদের জন্যেও জারি করা হয়েছে সতর্কতা।
মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। এই ঘুনাবর্ত থেকে আন্দামান পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবে নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে। আগামিকাল, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী চারদিন অর্থাৎ রবিবার পর্যন্ত বাংলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দ্বিতীয়ায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ থেকে আগামী ১০ অক্টোবর, অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাতেও চলতি সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।
