আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে আড়াই দিনে বিধ্বস্ত হওয়ার পরে সুনীল গাভাসকর মনে করেন, বাংলাদেশের ব্যাটাররা ভুলে গিয়েছিলেন তাঁরা টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন।
কানপুর টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। তার পরে বৃষ্টি নামে। দ্বিতীয় ও তৃতীয় দিনও বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত ঘোষিত হয়। চতুর্থ ও পঞ্চম দিন খেলা হয়। আর ভারত বাংলাদেশকে বিধ্বস্ত করে টেস্ট ম্যাচ জিতে নেয়।
কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আউট হয়েছেন তাতে বিরক্ত লিটল মাস্টার। তিনি বলেছেন, ''আমার মনে হয় বাংলাদেশের ব্যাটাররা ভুলে গিয়েছিল, ওরা টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। টেস্ট ম্যাচে অনেক সময় হাতে থাকে। কানপুর টেস্টের শেষ দিন ছিল। বাংলাদেশ অধিনায়ক শান্তর কিছু শট দেখে বেশ ভাল লেগেছে। ব্যাটে বলে ঠিকঠাক হওয়ায় মনে হয়েছে শটগুলো অসাধারণ। কিন্তু ঠিকঠাক না লাগলে মনে হতেই পারে কী করতে চাইছে শান্ত!''
পঞ্চম দিনের সকালে সাদমান ইসলামকে নিয়ে একসময়ে লড়ছিলেন বাংলাদেশ অধিনায়ক। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি। শান্ত ফেরার পরই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং।
পঞ্চাশ করার পরে আউট হন সাদমান। লিটল মাস্টার বলেছেন সাদমানের দায়িত্ববোধের পরিচয় দেওয়ার দরকার ছিল। লিটল মাস্টারের মতে, সাদমানের উচিত ছিল পঞ্চাশকে একশোয় পরিণত করা।
