আজকাল ওয়েব ডেস্ক: কথায় বলে, মুখ দেখে মানুষ চেনা যায়। তবে মুখ দেখে চেনা যাক বা না যাক, ঠোঁট বলে দিতে পারে স্বাস্থ্যের হাল-হকিকত। প্রাথমিকভাবে রোগ নির্ণয় করতে গেলে চিকিৎসকেরা রোগীর জিভ দেখতে চান। তারপর চোখের তলার অংশ টেনে পরীক্ষা করেন। কিন্তু ঠোঁটের দিকে খুব একটা কারওর নজর যায় না। আর এই ঠোঁটের রং দেখেই যে শরীরে লুকিয়ে  থাকা নানা রোগের লক্ষণ বোঝা সম্ভব। তাহলে ঠোঁটের কোন রং কোন শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়, আসুন জেনে নেওয়া যাক। 

কালচে ঠোঁট: অতিরিক্ত ধূমপান করলে অনেক সময় ঠোঁটে কালচে ছোপ পড়ে। দাঁত, মাড়ির সমস্যা হলেও ঠোঁট কালো হয়ে যায়। আবার চোট-আঘাত লেগে ঠোঁটে রক্ত জমলেও কালচে ছোপ পড়ত পারে।
সাদা বা ফ্যাকাশে ঠোঁট: ঠোঁটের রং যদি সাদা বা ফ্যাকাশে ধরনের হয়, সেক্ষেত্রে তা রক্তাল্পতার লক্ষণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ মেনে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। 
ফিকে বেগুনি বা সবজে রঙের ঠোঁট: যদি ঠোঁটের রং ফিকে বেগুনি বা সবুজ হয়ে যায়, তাহলে সেটি হার্ট বা ফুসফুসের কোনও সমস্যার আগাম ইঙ্গিত হতে পারে। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 
নীলচে ঠোঁট: অনেক সময় শরীরে অক্সিজেনের ঘাটতি হলে ঠোঁট নীলচে হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘সায়ানোসিস’ বলে। এছাড়া হার্ট অ্যাটাক কিংবা শ্বাসকষ্ট সমস্যা হলেও ঠোঁট নীলচে-বেগনি রং হয়ে যেতে পারে।
লাল ঠোঁট: লিভার দুর্বল হতে শুরু করলে ঠোঁটের রং লাল হতে শুরু করে। এছাড়া কিছু অ্যালার্জির কারণেও ঠোঁট লাল হয়। 
গোলাপি ঠোঁট: গোলাপি রঙের ঠোঁট শুধু যে দেখতেই সুন্দর তা নয়, এই রঙের ঠোঁট আসলে সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয়।