আজকাল ওয়েবডেস্ক: মহারষ্ট্রের নানা জায়গায় পোস্টার পড়েছে। পোস্টারে লেখা ‘লাপাতা লেডিজ’। তবে এই লেখার সঙ্গে সম্প্রতি মুক্তি পাওয়া, বহুল জনপ্রিয় এবং চর্চিত সিনেমার মিল থাকলেও, এই পোস্টার সিনেমার নয়। এই পোস্টার কংগ্রেসের কর্মসূচির। ভোট মুখী মহারাষ্ট্রে মহিলাদের হয়ে সুর চড়িয়েছে হাত শিবির। তারই পোস্টার, এই পোস্টারের নিচে লেখা রয়েছে, এক বছরে নিঁখোজ ৬৪ হাজার মহিলা। স্বাভাবিক ভাবেই, কংগ্রেসের এই পোস্টার বড় প্রশ্ন তুলছে একনাথ শিন্ডের সরকারের উপর।

লাপাতা লেডিজ সাম্প্রতিক সময়ে প্রবল জনপ্রিয়তা লাভ করেছে। নারীদের সম্মান, মর্যাদা, নিজেদের মতো বাঁচার অধিকারের কথা তুলে ধরা হয়েছিল ওই ছবিতে। এবার মহিলাদের সম্মান নিয়ে আওয়াজ তুলে পথে নামছে কংগ্রেস।

গত বছরের আগস্টে বিধানসভায় ভাষণ দেওয়ার সময় দেবন্দ্র ফড়নভিস বলেছিলেন, যে রাজ্যে নিখোঁজ হওয়া ১০ শতাংশ মহিলা বাড়িতে ফিরে আসেন না।তিনি বলেন, ‘মহিলাদের নিরাপত্তা দেশের জন্য উদ্বেগের কারণ। মহারাষ্ট্রে  প্রতি বছর প্রায় ৬৪, ০০০ মেয়ে এবং মহিলা নিখোঁজ হয় । .২০১৯ এবং ২০২০ সালে কোভিডের সময় এই সংখ্যা একই ছিল। ২০২১ সালে, মহিলাদের নিখোঁজের ৬১,০০০টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। তাদের মধ্যে ৮৭ শতাংশ ঘরে ফিরে এসেছে।  ২০২২ সালে নিখোঁজ হওয়া ৮৬ শতাংশ মহিলা ঘরে ফিরে এসেছিলেন। কংগ্রেস এখন ওই একই সংখ্যা তুলে ধরে নিশানা করেছে মহারাষ্ট্র সরকারকে।