সংবাদ সংস্থা, মুম্বই: সময়টা কিছুতেই না ভাল যাচ্ছে কুন্দ্রা পরিবারের। পর্ন কাণ্ডে গ্রেফতার হওয়ার পর পাক্কা দু’মাস জেলে ছিলেন রাজ কুন্দ্রা। সেই স্মৃতিকে পিছনে ফেলে স্বাভাবিক ছন্দে ফিরতে না ফিরতেই ফের তাল কাটল। এবার বাংলাদেশের পর্ন অভিনেত্রী রিয়া বার্দের গ্রেফতারি মামলায় জড়াল অভিনেত্রী শিল্পা শেঠির স্বামীর নাম। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন রাজ।

সত্যি কি বাংলাদেশি পর্ন নায়িকার সঙ্গে কোনও যোগ রয়েছে রাজ কুন্দ্রার? রাজের দাবি, যা অভিযোগ উঠেছে সবই মিথ্যে। বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ প্রযোজক। তাঁর কথায়, “আমার সম্পর্কে মিথ্যে রটানো হয়েছে। গ্রেফতার হওয়া মহিলা নাকি আমাদের সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। স্পষ্ট জানাতে চাই, আমি কখনও তাঁর সঙ্গে দেখা করিনি। কাজ তো দূরের কথা।” রাজ আরও সংযোজন, ” এই ধরনের কথা আমার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশে ছড়ানো হয়েছে। আমি কিছুতেই তা মেনে নেব না।”

মহারাষ্ট্র থেকে গ্রেফতার হয়েছেন রিয়া বার্দে। জানা গিয়েছে, বেশ কয়েক ধরে বাংলাদেশের পর্নছবির জগতে রয়েছেন এই অভিনেত্রী। পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রী বেশ কিছু দিন ধরে জালি নথিপত্রের সাহায্যে মুম্বইয়ের অদূরে থাকছিলেন। শুধু অভিনেত্রীই নয়, উল্লাসনগরে রয়েছেন তাঁর মা, বাবা, বোন ও ভাইও। অভিযোগ, রিয়া তাঁর আসল নাম নয়। তিনি অরোহি বার্দে ও বন্না শেখ নামেও জনপ্রিয়। আম্বেরনাথে এক বাংলাদেশি পরিবার ভুয়ো নথি ব্যবহার করে বাস করছে। এমন গোপন খবর পেয়েই তল্লাশি চালায় পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় রিয়াকে।

এদিকে এই গ্রেফতারির পরই রাজ কুন্দ্রার প্রযোজনা সংস্থায় রিয়া কাজ করতেন বলে খবর ছড়িয়ে পড়ে বিটাউনে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাজ। তাঁর সম্মানহানির চেষ্টা হচ্ছে বলেও দাবি অভিনেত্রীর স্বামীর। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথাও জানান তিনি।