আজকাল ওয়েবডেস্ক : পিপিএফ। এই নামটি আমরা সকলেই জানি। কিন্তু এর অনেক নিয়ম রয়েছে। সেগুলি আমরা সঠিকভাবে জানি না। যদি একটু পরিকল্পনা করে এখানে বিনিয়োগ করতে পারেন তবে এই সরকারি অ্যাকাউন্ট থেকে আপনি করমুক্ত পেনশন পেতে পারেন।

 

আমরা সকলেই জানি এটি একটি অবসরের প্রধান মাধ্যম। এখানে ম্যাচিউরিটির সময় থাকে ১৫ বছর। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরও বহু মানুষ এখানে বিনিয়োগ করতে থাকেন। তারা অবসরের সময় পেনশনের অনেক টাকা তো পান। তার সঙ্গে ভাল কর ছাড়ও পেয়ে যান। এই প্রকল্পের মধ্যে ৭.১ শতাংশ হারে সুদ পেতে পারেন সকলেই। যদি সেখানে টানা ২০ বা ৩০ বছর ধরে বিনিয়োগ করা যায়। তবে নিজের টাকা ম্যাচিউরিটি হওয়ার পর আপনি পেতে পারেন আরও বেশি টাকা।

 

যদি বছরে দেড় লক্ষ টাকা করে এখানে বিনিয়োগ করতে পারেন সেখানে ৭.১ শতাংশ হারে সুদ পেতে পারেন। যদি ১৫ বছর এই টাকা জমান তবে আপনি পাবেন ৪০ লক্ষ ৮৬ হাজার ২০৯ টাকা। যদি এখান থেকে আরও ৫, ১০ বা আরও বেশি বিনিয়োগ করে যান তবে সেখানে ১ কোটি টাকা পেতে পারেন আপনি। ফলে প্রতি মাসে ভাল সুদ পেতে পারেন যখন আপনি অবসর নেবেন। সেই মাসিক অর্থের পরিমান হতে পারে ৬০ টাকা পর্যন্ত। তখন কিন্তু আপনার কোনও করের টাকা কাটা যাবে না।