আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের শেষেই ভরপুর শীতের আমেজ বাংলা জুড়ে। আগামী সপ্তাহের মধ্যে আরও নামবে তাপমাত্রার পারদ। ডিসেম্বরের শুরুতে শীতের আমেজ আরও বাড়তে পারে। জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।
হাওয়া অফিস সূত্রে খবর, সকাল সন্ধেয় শীতের আমেজ বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাঁকুড়াতেও ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে পারদ। আগামী চার দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ আরও নামার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তরের। কলকাতায় ১৯ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতায় শীতের আমেজ বেশি অনুভূত হবে।
আগামী তিন থেকে চার দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে।