আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই টেস্টে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। পরবর্তী টেস্ট কানপুরে। দ্বিতীয় টেস্টের আগে অস্বস্তি বাংলাদশের সাজঘরে। 

শাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চেন্নাই টেস্টে চতুর্থ দিনের সকালে যশপ্রীত বুমরার বল খেলার সময়ে তাঁর আঙুলে লাগে। মাঠের ভিতরেই চিকিৎসা হয় শাকিবের। 

সেই চোটের জন্যই কানপুর টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন শাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেলের সদস্য হান্নান সরকার জানিয়েছেন, ''মঙ্গলবার আমরা কানপুরে রওনা হচ্ছি। আজ সবাই বিশ্রামে। আরও দুটো সেশন আমরা পাব, তার পরে বুঝতে পারব শাকিবকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে কিনা। এখনও পর্যন্ত আমরা শাকিবকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারিনি।'' চেন্নাই টেস্টে হারের দিনই চিপকের প্রেস বক্সে শাকিবকে নিয়ে তেতো প্রশ্ন গিলতে হয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসানকে।

বল হাতে তাঁকে নির্বিষ দেখিয়েছে। ব্যাটিং করতে  নেমেও রান পাননি। শাকিবকে কি বাদ দেওয়া হবে দ্বিতীয় টেস্টে? প্রথম টেস্টের শেষে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে প্রশ্ন উড়ে আসে শান্তর কাছে। উত্তরে বাংলাদেশ অধিনায়ক শাকিবের হয়ে ব্যাট ধরে বললেন, ''খুব সাহসী প্রশ্ন!'' শান্ত বললেন, ''কে কতটা চেষ্টা করছে, একশো ভাগ দিচ্ছে কিনা, ফিরে আসার তাগিদ কীরকম, ক্যাপ্টেন হিসেবে আমি এই দিকগুলোই দেখি।''

শাকিবের চোট প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ''শাকিব ভাই আঙুলে চোট পেয়েছিল। রক্তও ঝরছিল। সেই কারণেই টেপ বাঁধা ছিল।'' তবে শাকিব নামবেন কি নামেবন, সেটাই এখন দেখার।