বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: বিএসপি সাংসদ দানিশ আলি এবং বিজেপি সাংসদ রমেশ বিধুরিকে ৭ ডিসেম্বর ডেকে পাঠাল লোকসভার স্বাধিকার কমিটি। চন্দ্রযান ৩ নিয়ে আলোচনার সময় দানিশ আলি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রমেশ বিধুরি। তা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। বিষয়টি স্বাধিকার কমিটিতে পাঠান লোকসভার স্পিকার ওম বিড়লা। ৭ ডিসেম্বর দু পক্ষেরই মৌখিক সাক্ষ্য গ্রহণ করবে স্বাধিকার কমিটি। জানা গিয়েছে, বিকেল ৩টেয় দানিশ আলিকে এবং ৩.২০টায় রমেশ বিধুরিকে ডেকে পাঠানো হয়েছে। এর আগে গত ১০ অক্টোবর মৌখিক সাক্ষ্য দিয়েছেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। ভোট প্রচারের জন্য ১১ অক্টোবেরর বৈঠকে হাজিরা থেকে তাঁকে রেহাই দেওয়ার আবেদন জানান বিধুরি। এরপরেই দশেরা, দিওয়ালি, ছট পুজোর ছুটি শুরু হয়ে যাওয়ায় শুনানি এগোয়নি। ছুটি কাটতেই বিষয়টি নিয়ে দ্রুত শুনানি চায় স্বাধিকার কমিটি। সেই কারণেই ৭ ডিসেম্বর তাঁকে ডেকে পাঠানো হয়েছে।