আজকাল ওয়েবডেস্ক: প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দলের সদস্যের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল প্রধান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাঁসদা।
তিনি থানায় অভিযোগ করে জানিয়েছেন, তাঁর সই জাল করে বংশ বিবরণীর সার্টিফিকেটে জালিয়াতি করেছেন তাঁরই পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাজীব মন্ডল। প্রধানের অভিযোগ, নিজের আত্মীয়দের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছেন পঞ্চায়েত সদস্য। সুবিচারের আশায় তিনি পুলিশ, বিডিওর দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, অভিযুক্তের আত্মীয় জমি হাতিয়ে নেওয়ার মত গুরুতর অভিযোগ এনেছেন রাজীবের বিরুদ্ধে। অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন পঞ্চায়েত সদস্য রাজীব।
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উত্তর মালদার সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জল দত্ত বলেন, ‘তৃণমূল সব পারে। ওরা জাল, জোচ্চুরি, মস্তানি, সব পারে। তাই ওরা তৃণমূল। প্রধানের সই জাল করা মারাত্মক অপরাধ। কার অনুপ্রেরণায় এই ঘটনা ঘটানো হয়েছে সেটাও তদন্ত করে দেখা উচিত’। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর বক্তব্য, ‘বিষয়টি জানা নেই। দলীয় ভাবে তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে দল কঠোর ব্যবস্থা নেবে’।
