আজকাল ওয়েবডেস্ক:‌ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল ট্রলার। নিখোঁজ নয় মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘‌গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয়। এই ঘটনার জেরে এফবি বাবা গোবিন্দ নামে একটি ট্রলার উল্টে যায়। আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পেয়ে আট জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। এখনও ৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন।’‌ মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ট্রলারের ভেতরে আটকে পড়েছেন। ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের পর সোজা করা হয়েছে। কিন্তু চারিদিকে জাল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে।

 এক নিখোঁজ মৎস্যজীবীর মা প্রতিমা দাস বলেন ‘‌ভোররাতে খবর পাই ট্রলার উল্টে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ আমার ছেলেকে উদ্ধার করে দিন।’‌