আজকাল ওয়েবডেস্ক:‌ আরও একটি নজির গড়লেন যশস্বী জয়সোয়াল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৫৬। তবে দ্বিতীয় ইনিংসে রান পাননি। করেছেন মাত্র ১০ রান। কিন্তু তাতে কী!‌ গড়ে ফেললেন বিরল নজির। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে মাত্র ১০ টেস্টেই করে ফেললেন হাজার এর উপর রান। মাত্র দশ টেস্টে যশস্বী করেছেন ১০৯৪ রান। এই নজির ৯২ বছরের ইতিহাসে আর কারও নেই। আগের রেকর্ড ছিল সুনীল গাভাসকারের। তিনি প্রথম ১০ টেস্টে করেছিলেন ৯৭৮ রান। কিন্তু হাজার রান করতে পারেননি।


আর সর্বকালীন রেকর্ড রয়েছে স্যর ডোনাল্ড ব্র‌্যাডম্যানের দখলে। অসি কিংবদন্তি প্রথম ১০ টেস্টে করেছিলেন ১৪৪৬ রান। দুইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের এভার্টন উইকস। তিনি ১০ টেস্টে করেছিলেন ১১২৫ রান। ওয়েস্ট ইন্ডিজেরই জর্জ হেডলি প্রথম ১০ টেস্টে করেছিলেন ১১০২ রান। আর চারে আছেন ভারতের যশস্বী জয়সোয়াল। তিনি করেছেন ১০৯৪ রান। আর পাঁচে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর। তাঁর সংগ্রহ ১০৮৮ রান।


এদিকে দ্বিতীয় দিনের শেষে ভারত তুলেছে ৮১/‌৩। এখনই ৩০৮ রানে এগিয়ে ভারত। জয়ের গন্ধ পেতে শুরু করেছেন রোহিতরা। আর বাংলাদেশ শিবিরে হারের আতঙ্ক।