নিজস্ব সংবাদদাতা : ছোট্ট সহজের সঙ্গে শুধুই মা-ছেলের সম্পর্ক নয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। বরং বলা ভাল তাঁরা পরস্পরের খুব ভাল বন্ধুও বটে। শুটিংয়ের ফাঁকে সময় পেলে মাঝেমধ্যেই সহজকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন প্রিয়াঙ্কা। সে লং ড্রাইভেই হোক কিংবা কলকাতার কোলাহল থেকে খানিক দূরে ছুটির অলস কোনও দুপুরে হইচই করে। সম্প্রতি, মা-ছেলের দেখা মিলল ছুটির মেজাজে ৷ শহরের কাছেপিঠেই সহজের সঙ্গে পাড়ি দিয়েছিলেন তাঁর মা। এবং তাঁদের কাটানো মিষ্টি, হরেক রঙিন মুহূর্ত ফ্রেমবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা সরকার। গত বছরেও ছেলেকে নিয়ে ছুটি কাটাতে বক্সা টাইগার রিজার্ভে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা সরকার ৷ হুড খোলা গাড়িতে চেপে সাফারিও করেছিলেন তাঁরা।
পোস্ট করা ওই ভিডিওর কোলাজে দেখা যাচ্ছে সহজকে নিয়ে একটি রিসর্টে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা। সেখানকার সুইমিং পুলের ধারে জেটিতে বসে একসঙ্গে পা ভেজানো থেকে হুটোপুটি, সবকিছুই জমিয়ে করছেন অভিনেত্রী। দক্ষ সাঁতারুর মতো সুইমিং পুলের জলে ডিপ ডাইভ করতে দেখা গেল ছোট্ট সহজকেও। চোখে আবার তার ঝলমলে সুইমিং গ্লাস। সাঁতারের পোশাকে জলকেলি করার ফাঁকে সেলফি নিতেও ভুললেন না 'চিরদিন তুমি যে আমার' ছবির অভিনেত্রী। তাঁর কানে তখন গোঁজা কাঠগোলাপ। সেসবের পর রিসর্টের মধ্যে মা-ছেলের নৌকাভ্রমণও ছিল। দু'জনে মিলে যে দারুণ হুল্লোড়ে মেতেছিলেন তা ওই ছবি থেকেই স্পষ্ট। আর ছিল, সবশেষে একসঙ্গে গাড়িতে করে বাড়ি ফেরা। গাড়ির মধ্যে তখন মায়ের পাশে সেলফিতে মুখ বাড়িয়ে মিষ্টি হাসি হাসতে ব্যস্ত সহজ।
প্রসঙ্গত, গত বছর পুজোর আগে সব মতবিরোধ মিটিয়ে এক হয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ছেলে সহজের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁর আগে মূলত মায়ের কাছেই থাকত সহজ। মাঝে মাঝে দেখা হত বাবার সঙ্গে। তবে গত বছর থেকে সেই ছবিটা পাল্টেছে।
