আজকাল ওয়েবডেস্ক: আর ডাক্তার রইলেন না সন্দীপ ঘোষ। আরজি করের ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ সেই আবহেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। বুধবারই খবর মিলেছিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ বর্তমানে সিবিআই হেফাজতে। গত শুক্রবার তাঁকে শো কজ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
জানানো হয়, শো কজের নোটিশ দেওয়ার তিন দিনের মধ্যে উপযুক্ত জবাব দিতে হবে সন্দীপ ঘোষকে। সেই জবাব যদি সন্তোষজনক না হয় তবে বাতিল করা হতে পারে রেজিস্ট্রেশন। এরপরেই বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে একটি বৈঠক হয়।
সেখানে উপস্থিত ছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ডা:সুদীপ্ত রায়। তিনি জানান, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছিল। তার কারণ দর্শানোর জন্য তিনদিন সময় দেওয়া হয়েছিল। কেটে গিয়েছে এগারো দিন।
মেলেনি কোনও উত্তর। দ্রুত বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশ দেন তিনি। জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হলে অথবা ক্লিনচিট পেলে ফিরিয়ে দেওয়া হয় তাঁর রেজিস্ট্রেশন। প্রসঙ্গত, গত ৯ আগস্ট সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয় আরজি কর কাণ্ডে। গ্রেপ্তারির পরেই স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।
প্রথমে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেও কয়েকদিন আগেই তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনাতেও সন্দীপ ঘোষ গ্রেপ্তার হন। অবশেষে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে বৃহস্পতিবার বাতিল করে দেওয়া হল রেজিস্ট্রেশন। ফলত প্রাক্তন অধ্যক্ষ আর ডাক্তার রইলেন না।
