আজকাল ওয়েবডেস্ক: জেল থেকে ছাড়া পেয়েই দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার এক জনসভা থেকে এই ঘোষণা করে জাতীয় রাজনীতিতে কার্যত আলোড়ন ফেলে দেন তিনি। এর সঙ্গেই তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদি শাসিত বিজেপি সরকারকে। তুলনা করেন ব্রিটিশ শাসনের সঙ্গে।

 

 

কেজরিওয়ালের দাবি, বর্তমান বিজেপি সরকার ব্রিটিশদের থেকেও স্বৈরাচারী। আবগারি দুর্নীতি মামলায় জেলে বন্দি ছিলেন আপ সুপ্রিমো। তবে তখনও মুখ্যমন্ত্রী পদ ছাড়েননি। আপ নেতাদের সাহায্যে সরকার চালিয়েছেন জেলে বসেই। তাহলে এখন ইস্তফা কেন? কেজরিওয়াল জানান, 'আমি জেলে থাকাকালীন ইস্তফা দিইনি কারণ আমি গণতন্ত্রের জন্য লড়তে চাই। ভারতীয় সংবিধানই আমার কাছে সব। এবার আমি ইস্তফা দিয়ে ফের মানুষের রায়ে ফিরে আসতে চাই।'

 

 

তবে বিজেপিকে আক্রমণ করার পাশাপশি দেশজুড়ে বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন আপ নেতা। জানিয়েছেন, সিদ্দারামাইয়া, পিনারাই বিজয়ন, মমতা দিদির বিরুদ্ধেও ওরা মামলা দায়ের করতে চায়। আমি সবাইকে সতর্ক থাকতে বলছি। আমার আবেদন কেউ যদি মামলা করেও বসে ইস্তফা দেবেন না। জেলে যেতে হলেও যান। জেলে বসেই সরকার চালান। যাঁরা বিজেপি করেন না তাঁদের ফাঁসাতে এটা ওদের নতুন ষড়যন্ত্র।

 

 

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে জেলবন্দি ছিলেন কেজরিওয়াল। মাঝে লোকসভা নির্বাচনের সময়ে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় তাঁকে। দিল্লিতে ভোটের পর ফের তিনি ফিরে যান। কিছুদিন আগে ইডির মামলায় তাঁর জামিন হয়। এরপর জামিন পান সিবিআইয়ের দায়ের হওয়া মামলাতেও। কার্যত আদালতের ভর্ৎসনা শুনতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবার জেল থেকে ছাড়া পেয়েই আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।