আজকাল ওয়েবডেস্ক: অপরাধের নয়া জাল ছড়িয়ে দিয়েছে সাইবার অপরাধীরা। এবার নামী চিকিৎসকের ছদ্মবেশে তারা ডিপফেক ভিডিও তৈরি করছে। এই ছবি দেখে আপনি বুঝতে পারবেন না আসল বা নকল চিকিৎসক। কিন্তু এর ফাঁদে পা দিলেই সর্বনাশ। নিজের সব হারিয়ে ফেলতে পারেন।
বিভিন্ন ধরণের সামাজিক মাধ্যমকে ব্যবহার করে এই অপরাধীরা নানা ধরণের ভুয়ো ওষুধের বিজ্ঞাপন করছেন। যদি ভুল করেও এই ওষুধ কেউ খান তবে অনেক সময় দেখা গিয়েছে রোগীর মৃত্যু পর্যন্তও ঘটেছে। অনেক সময় দেখা গিয়েছে নামী প্রতিষ্ঠানের নাম নিয়ে এরা জাল ওষুধ বিক্রি করছে। এই ওষুধ খেলেই সর্বনাশের পথে চলে যাচ্ছেন রোগীরা। কিন্তু নামী চিকিৎসকদের এই ভুয়ো ডিপফেক ভিডিও দেখে অনেকেই একে আসল বলে ভুল করছেন।
নকল ছবি তৈরি করে সাধারণ মানুষকে বোকা বানানোর নতুন কৌশল এটি। একজন এআই বিশেষজ্ঞ জানিয়েছেন বিগত কয়েক বছরে সামাজিক মাধ্যমে এই ধরণের ঘটনা ঘটছে। বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকদের নকল করে নিজেদের জাল বিস্তার করছে সাইবার অপরাধীরা। অনেক সময় রোগীদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে এই অপরাধীরা।
