আজকাল ওয়েবডেস্ক: ২৫ ডিসেম্বর, শুক্রবার গোটা বিশ্ব তিন বছরব্যাপী এক ভয়াবহ বন্যার সাক্ষী হতে চলেছে, তাই ঘানার স্বঘোষিত এক ধর্মগুরু বেশ কয়েকটি নৌকা তৈরি করেছেন। ইবো ইনোক নোয়াহ-র সময়ের মতো বাইবেল বর্ণিত একটি বন্যার ভবিষ্যদ্বাণী করেছেন। পবিত্র গ্রন্থ অনুসারে, ঈশ্বর নোয়াহকে এমন একটি নৌকা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন যা পৃথিবীর প্রতিটি প্রজাতির এক জোড়া প্রাণীকে ধারণ করতে পারবে।
সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক অনুগামী রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইনোকের। তিনি দাবি করেছেন, তাঁকেও এই নৌকাগুলি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে তিনি এখনও পর্যন্ত প্রায় ১০টি নৌকা তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে, তাঁর অনুগামীরা তাঁদের জিনিসপত্র বিক্রি করে সেই টাকা ইনোকের হাতে তুলে দিয়েছে, যাতে তিনি নৌকায় তাঁদের দেখাশোনা করতে পারেন।
তাঁর ভিডিওগুলিতে দেখা যায়, তিনি ছেঁড়া বস্তা পরে মানুষের জন্য উপবাস রাখছেন এবং প্রার্থনা করছেন। স্থানীয় সংবাদ পোর্টাল ঘানা ওয়েব জানিয়েছে যে, ইনোকের ভবিষ্যদ্বাণী করা তিন বছরের মহাপ্লাবন, ২৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে শুরু হবে, তার জন্য তিনি ১০টি জাহাজ তৈরি করেছেন। সামাজিক মাধ্যমের কিছু ভিডিওতে দেখা যায়, যখন পৃথিবীতে প্রবল বৃষ্টি নামবে এবং একটি বিশ্বব্যাপী বন্যায় সবকিছু ভেসে যাবে, তখন মানুষ আশ্রয়ের জন্য সেই স্থানটিতে পৌঁছচ্ছেন যেখানে জাহাজগুলি রাখা আছে।
তিনি জানিয়েছেন, জাহাজে সকলেই স্বাগত। কোনও নির্দিষ্ট ব্যক্তিকে বেছে নেননি। তিনি ইগনো নোহা বা ইবো জেসাস নামেও পরিচিত। তিনি জাহাজ পরিদর্শনের সময় নিজের ছবি পোস্ট করছেন। নেটিজেনরা তাঁর দাবিগুলি শুনে হতবাক এবং দেখছেন যে তার অনুগামীরা কীভাবে তাঁর সবকিছু বিশ্বাস করছেম, এমনকি তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন।
চলতি বছরের শুরুতে একই ধরনের একটি দাবি ছড়িয়ে পড়েছিল। দক্ষিণ আফ্রিকার একজন যাজক ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ২৩ সেপ্টেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যা ‘র্যাপচার’ নামে পরিচিত। জোশুয়া ম্লাকেলা বলেছিলেন যে ঈশ্বর ‘খ্রিস্টানদের পৃথিবী থেকে উদ্ধার করবেন’, এবং জীবিত ও মৃত সকল বিশ্বাসী ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য আকাশে উঠে যাবেন, আর অবিশ্বাসীরা পিছনে পড়ে থাকবেন। তাঁকে বিশ্বাস করে, বেশ কিছু লোক ‘র্যাপচারের’ জন্য প্রস্তুতি হিসেবে তাXদের পার্থিব জিনিসপত্র বিক্রি করে দিয়েছিলেন।
