আজকাল ওয়েবডেস্ক: রাস্তার গর্ত এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল খালে। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন যাত্রী। সকলেই ট্রাকের উপরে বসেছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। দেবেরাপল্লী গ্রামে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে ট্রাকটি। ট্রাকটিতে কাজু ভর্তি ছিল। তার উপরে বসেছিলেন সাতজন। রাস্তার গর্ত এড়াতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তারপরেই সেটি উল্টে পড়ে রাস্তার ধারে একটি খালে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় প্রচুর গর্ত। নিত্যদিন এই কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এদিন গর্ত এড়াতেই বুঝেশুনে ট্রাক চালাচ্ছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে। ট্রাকের উপরে বসে থাকা সাতজন ছিটকে পড়ে যান খালে। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর ওই গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ট্রাকের চালকও আহত হয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। একটি মামলা রুজু করে তদন্ত জারি চলছে।