আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের পর প্রথমবার আমেরিকা সফরে রাহুল গান্ধী। গত নির্বাচনে ভাল ফল করেছে কংগ্রেস। দেশের প্রধান বিরোধী দল হিসেবে বর্তমানে সাংসদে পা রেখেছে কংগ্রেস। বিদেশের মাটিতে দাঁড়িয়েই নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল। মার্কিন মুলুকে ভার্জিনিয়ার জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা। ভাষণে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চি বুকের ছাতি এখন ইতিহাসের পাতায়। বিজেপি এবং প্রধানমন্ত্রী দেশে একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছিলেন। সেটা এখন একেবারেই কেটে গিয়েছে’।
তাঁর দাবি, লোকসভা ভোটের আগে বিরোধী শূন্য করার একটা শেষ চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বিরোধীদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছিল। আমরা বুঝতে পারছিলাম না কীভাবে নির্বাচন লড়ব’। নরেন্দ্র মোদির পাশাপাশি রাহুল গান্ধীর নিশানায় উঠে আসে আরএসএসও। তিনি অভিযোগ করেন, ‘আরএসএস বিভিন্ন ভাষাভাষীর মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা করছে। ধর্মকে হাতিয়ার করে বিভেদ ছড়ানোর চেষ্টা করছে’।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির দ্বারা আটক হয়েছিলেন বিরোধী দলের একাধিক নেতা। মনে করা হয়েছিল, খুব সহজেই ভোটে জিতে যাবে বিজেপি। কিন্তু ফল বেরোলে দেখা যায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদি সরকার। নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাহায্যে সরকার গড়ে এনডিএ। অন্যদিকে, গত দুই বছরের তুলনায় এবার যথেষ্ট ভাল ফল করেছে কংগ্রেস। ফলে, সাংসদেও বিরোধীদের সংখ্যা বেড়েছে অনেকটাই। মার্কিন মুলুকে গিয়ে সেই দাবিই করলেন রাহুল গান্ধী।
